মনখারাপের দিনগুলোতে আকাশটা দেখে দেখে
কাটিয়ে দেই সারারাত
আজ, আকাশটাও কেমন ফ্যাকাসে লাগছে
আমার বুকের বাঁপাশে থাকা কষ্টের ছাপ
কেউ খুব যত্নে এঁকে দিয়েছে ওখানটায়,
যেনো পুঙ্খানুপুঙ্খ অবর্ণিত
প্রশ্নের নিখুঁত সমাধান;
ছিটকানো
মহাকাশের লাল নীল বেওয়ারিশ বিষণ্ণতায়।
আমি, সেই অশ্রুপূর্ণ অলৌকিক পুস্তক খুলে
সেখানে একটুকরো জীবনের ভাবার্থ
খুঁজতেই দেখি
আমাকে আপন করে নিয়েছে
স্বপ্নকে ম্রিয়মাণ করার মতো অগুনতি দীর্ঘশ্বাস
অতঃপর দুর্বিষহ দাউদাউ আগুনে
পোড়ে পোড়ে একটি স্বপ্নীল রহস্যময় নক্ষত্র
আমাকে পৌঁছে দিচ্ছে আপন গন্তব্যে


পরমুহূর্তে দেখি
একটি হিংস্র ডোরাকাটা-বাঘ
হরিণের পিছু নিরবিচ্ছিন্ন ছুটতে ছুটতে
মিশে যায় অদৃশ্যলোকে

আমি সেই অদৃশ্যলোকে পা ফেলতেই দেখি
পৃথিবীর সমস্ত আলোকবর্তিকা নেভে যায়,
চিরতরে বিদায় নেয় বিষণ্ণতা-
আর আমার সেই অশ্রুপূর্ণ অলৌকিক পুস্তক
শুকিয়ে শুকিয়ে হয়ে ওঠে একটি মৃত-নদী।  
এখন সম্ভবত,
আমি মহাকাশের লাল নীল বেওয়ারিশ বিষণ্ণতা।