তোমরা যা পেয়েছ তার একভাগ পেতে পারতো
কনকনে বরফ শীতে উলঙ্গ বসে থাকা বালক
তোমাদের মতো তারও হতো ঘর-বাড়ি-চিকিৎসা
নরোম কাস্মীরী গালিচার নান্দনিক বেডরুম
উষ্ণ পোশাকের বাহারি সৌন্দর্য তারও হতো।


রজনীগন্ধার টবের মতো হতে পারতো
ডাইনিং টেবিল চেয়ারে বিদেশি ডিজাইন
জাপানি টাইলস, উঠোনে বাগানবিলাস  
তোমাদের মতো তারও নিদাগ শরীর থেকে
নিয়মিত ভেসে আসতো পারফিউম
ডান হাতে রোলেক্স ঘড়ির অহংকার।


তোমরা যা পেয়েছ তার একভাগ পেতে পারতো
পার্কের ফাঁকা ব্রাঞ্চে বসে থাকা বালিকা
(যাকে সামান্য ফুল বিক্রি নিয়ে ভাবতে হয়)
তারও হতে পারতো সুরম্য প্রাসাদ। অথচ
পৃথিবীতে কেবল তোমাদেরই হচ্ছে। হবে না কেন?