এখন আর পোড়ায় না বুকের আগুন
মুখোশের অন্তরালে নির্লজ্জ আঁচল
বেলুনের মতো উড়াতে পারেনি নিকোটিন
ডিপ্রেশনের বিব্রত সংলাপ
এখন তাজা মাংশের মতো বারবার
নিজেকেই নিজে চেটেপুটে খেতে
ইচ্ছে হয়; জিভেজল আসে। কেন আসে?
কেনই-বা পৃথিবীটা দানবের চোখের মতো
সামুদ্রিক হাঙরের মতো 'হা' করে আছে?
এখন আর চিতারোহণ অবাক লাগে না
স্বতন্ত্র নয় আর কোকিলের গান
ধূসর ডানার শঙ্খচিল-
গল্পের হ্যাপি-অ্যান্ডিং।
এখন আর গোলাপের কাছে একটি গোলাপ
অবশিষ্ট নেই, কোকিলের কাছে কেবলই
একটিমাত্র উৎকর্ষ সংগীত অথবা
জাতিসংঘের কাছে
সামান্য কিছু মানবাধিকার, শান্তির মিছিল।