আবারও আমাদের দেখা হবে নির্জন বিদিশার পথে
যেখানে দুজনের ভালোবাসায় যতিচিহ্ন এঁকেছিলাম
হৃদয়ের বিকীর্ণ ক্ষতে, এইসব বিক্ষত মাংসের লাল
আবারও আমাদের পারে নাকি সমুদ্র জলের মতো
পুনর্বার ভালোবাসা-বাসিতে ফিরিয়ে নিতে অবিরাম।
প্রাচীন টাইগ্রিস-ইউফ্রেটিস নদীর জলনিমগ্ন তীরে
যেরকম মুহ্যমান ছিল জলকেলি, ছিল জলের বিচরণ
আমাদেরও হতে পারে নাকি অলৌকিক দীপ্তমিলন?
টর্নেডো ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসও আলবাট্রসের চোখে
ফটোগ্রাফারের মতো স্থিরচিত্র চলচ্চিত্র গেঁথেনিয়েছিল
আদিম পৃথিবীর সাতসমুদ্রের বুকে। তবুও সে চলমান
প্রবাহমান নদী, মিশরের নীলনদের মতো অবিরল
আমাদেরও ক্ষতবিক্ষত হৃদয়ে চলমান প্রাচীন অনল
প্রাগৈতিহাসিক বনমোরগের মতো মেলে আছে ডানা।
দিগদিগন্তে বিরহের গান, ক্লান্ত করে অবিশ্রান্ত করে প্রাণ
সেকথাও আমাদের কারো কাছে— নয় অজানা।
আবারও আমাদের দেখা হবে নির্জন বিদিশার পথে
হৃদয়ের বিকীর্ণ ক্ষতে।