পৃথিবীতে সুগন্ধিময় একটি ফুল হটাৎ নিঃশব্দে ঝরে গেলো
শোক সংবাদে কেঁপে উঠলো সুবিশাল আকাশ
এই বিষন্নতায় থেমে গেলো পাখিদের বিমুগ্ধ করা কণ্ঠ্যধ্বনি;
থেমে গেলো কোলাহলমুখর জলস্রোত,নদীনালা,আসমুদ্র
পৃথিবীর সবটুকু রঙিন আয়োজন ধূসরিত আজ
কোটি জনতার যুগল-নয়নে উদ্বেল অশ্রুজল-
কোথায় হারালে? তুমি কোথায় হারালে প্রাণপ্রিয় (মাহফুজ)
কোথায় হারালে? কোথায়?


কখনো কোথাও এরকম বিষাদময় আকাশ দেখিনি আমি
তোমার দেহান্তে যে-রকম শোকার্ত হয়েছিলো আকাশ
শোকার্ত হয়েছিলো আসমুদ্রহিমাচল,গগনপট,কোটি জনতা।
সবার রৌদ্রজ্বল আকাশ মুহূর্তে মেঘাবৃত হয়েছিলো
কোটি জনতার অশ্রুকণা ঝরেছিলো নিরবচ্ছিন্ন
তখন চারিপাশে প্রতিধ্বনিত একটি শব্দ
"কোথায়?"
কোথায় হারালে? তুমি কোথায় হারালে প্রাণপ্রিয় (মাহফুজ)
কোথায় হারালে? কোথায়?


উৎসর্গঃ কলরব শিল্পী মাহফুজ আলম