তুমি অনিবার্য মৃত্যুর মতো অদূরবর্তী
যেকোনো অজানা গন্তব্যের চেয়েও কয়েক মিনিট
অনতিদূর তোমার স্টেশন।


তুমি অদৃশ্য নিয়তিলিপির নিগূঢ় মিস্টিসিজম।
অন্তর্লীন বেদনার মতো ধরাছোঁয়ার বাইরে
তোমাকে করেছি অনুভব।


তুমি অলৌকিক সৌন্দর্যের প্রতীকী স্কেচ।
নিরেট আঁধারে নিমগ্ন একফালি রূপবতী চাঁদ।
তোমার চোখের ভেতর প্রদর্শিত
সাগরের নীল।


যুগল-স্তনের উপকণ্ঠে দৃশ্যমান
বিপন্ন-বিস্ময়কর জাহাজের বিচিত্র ইমেজ।
আঙুলে
প্রাচীন নগরীর সুনিপুণ কারুকাজ।
নাভিমূলে উন্মাতাল গ্রাসিয়ারের জল
শ্রাবণমেঘের মতো জঘনে হিল্লোল।


তুমি আমার হৃদয়ে দাঁড়িয়ে থাকা
আদিম ভাস্কর্য: স্ট্যাচু অব হার্ট।
খুলে দাও নিষিদ্ধ দরজাকপাট।
০২.০৬.২০২৩