কাঠের সিঁড়ি-চেয়ারটেবিল।
সোডিয়াম বাতির কবোষ্ণ তাপে
তোমার ঠোঁটের আলতো ছোঁয়ায়
ঝড় উঠেছে উষ্ণকাপে।
চোখের নিচে কাজলরেখা
চাঁদবদনী লাবণ্য মুখ
কাব্য দুচোখ—
জুলফি সঘন। উরু ও জঘন
কাঞ্চন ফুলের পাপড়ি যেন,
চোখের নিচে কাজলরেখা
যেমনটা আর যায় না দ্যাখা।
তোমার দুচোখ হাসলে হাসে
চাঁদ-সিতারা,
নয়নতারা।
তোমার রূপের কি আর লেখা?
যেখানে ফিকে জোছনার ভাস্বর আলোও;
নিষ্প্রভ পদ্মাবতী ও জুলেখা।
০৯.০৫.২০২৩