মুখ থুবড়ে পড়ে আছি সড়কে- পার্শ্বে একটি পাথর।
একটু-আধটু পাতা বিছানো দেহের আশপাশ,
চোখেরজল গাল বেয়ে বেয়ে থুতনিতে ঝুলে আছে।
ঘন কুয়াশায় অদ্রুত ঢেকেছে চশমার কাচ,


সমস্ত আলোকরশ্মি-
একে একে নিভে যাচ্ছে অপলক
শেষাশ্লেষে আমাকে বিদায় জানিয়েছে
স্বপ্রকৃতি ও ভালোবাসা।


আটপৌরে 'আমার' শব্দটাও
শেষমেশ দু'চোখ বন্ধ করতে না করতে
অন্যদের মাঝে মিশে যায়, খুঁজে নেয় আপন ঠিকানা।
অথচ, আমার শোকে শোকার্ত কিংবা বিচ্ছেদে
বিলাপ করবার একটুও প্রয়োজন হয়না কখনো।


অন্তিমে বুঝি এরকম'ই সবকিছু খুঁজে পায় আপনালয়,
যে রকম আমি পেয়েছি চিরস্থায়ী ঘর; একটি কবর!