মধ্যরাতে একটি বিড়াল
গুলিবিদ্ধ হয়ে তার নিকেতনে ফিরলো,
কেউ তাকে দেখেনি, দেখেনি হয়তো
না! না! মৌনাবলম্বনে দেখেছিল সবাই।


পাথর কিংবা মৃত্তিকার সহোদর হয়ে
শব্দহীন সবাই তাকিয়ে ছিলো
বিষন্ন মধ্যরাত ছিলো
তখনই বুঝা উচিৎ ছিলো
ঘাতকের পদচিহ্ন লাল মাংসে বসে নেই
সর্বত্র ছড়িয়ে পড়েছে পিপীলিকার মতো।