তোমরা খুলে দাও পৃথিবীর জন্মান্ধ প্রেমিকের চোখ,
তাকে জিজ্ঞেস করো সমুদ্রের ঢেউ কখনও কি আমার
গতিপথ ফিলাডেলফিয়ার দিকে নিয়ে যাবে। তাকে
ফের জিজ্ঞেস করো নীলিম পাহাড়ের মতো নিস্তব্ধতা
বিদীর্ণ করতে পারে কি আমার অখণ্ড বুকের হিমবাহ।  
তোমরা অন্ধের কপালে ত্রিশকোটিবার কপাল ঘেঁষে
স্রেফ একটিবার জিজ্ঞেস করো সাহারা মরুভূমিও কি
আমার দুর্বিষহ জীবনের হাহাকার থেকেও ঊর্ধ্বগামী।


না, তোমরা স্বচক্ষে দেখে নাও আদিম মানুষের ঠোঁট
চিত্রল হরিণের দিকে ছুটে আসা চিতাবাঘ শ্বাপদ
অথবা ডাইনোসরের পদচিহ্নের চিত্রশিল্পীকে একবার
জিজ্ঞেস করো ইকারুস কি আমার প্রতীকী মনুমেন্ট
নাকি আমিই নির্বাসিত সর্বশেষ যাযাবর দার্শনিক
যাকে পাথরের জীবন; সহানুভূতি পরমার্থ অথবা
যে কিনা ভিনগ্রহী কঙ্কালের শোকে মুহ্যমান। তবে কি
আমি বৈরী বাতাসে উড়ে আসা রোরুদ্যমান শঙ্খচিল?


তোমরা খুলে দাও পৃথিবীর জন্মান্ধ প্রেমিকের চোখ,
তাকে জিজ্ঞেস করো আমি কি তার অর্বাচীন সহোদর?