ভালোবাসা বিক্রি করে ভাঙতি পয়সায় পর্যাপ্ত ডিপ্রেশন
কিনে নিতে উদ্যত স্নায়ুকোষ, তিনপুরুষের হাহুতাশ
হাহাকার।
আমার এই বেঢপ অথর্ব চেতনার সাদা পায়রাকবুতর
কেন জানি মুক্ত আকাশে ডানা মেলে উড়তে ভুলে গেছে
ভুলেও গেছে ভোরবেলাকার গীতিকবিতার আবহ
গোধূলির গান।
শহর ছেড়ে দূরবর্তী বনাঞ্চল
কটেজ ছেড়ে প্রাচীন দুর্বোধ্য জনপদ  
নগরী ছেড়ে নির্জন দ্বীপপুঞ্জ  
তোমার ছেড়ে বোহেমিয়ান
ছন্নছাড়া,
আমার এই বেঢপ অথর্ব চেতনার সাদা পায়রাকবুতর
নিষিদ্ধ নগরীর মতো নির্বিকার বায়ুশূন্য পড়ে আছে।
তোমাকে না পেলে ভালোবাসা বিক্রি করে ভাঙতি
পয়সায় পর্যাপ্ত ডিপ্রেশন কিনে নিতে উদ্যত স্নায়ুকোষ,
তিনপুরুষের হাহুতাশ
হাহাকার।
৩১.০৫.২০২৩