ইদানীং
চোখের সম্মুখে হিরন্ময় স্বপ্ন
খুন হতে দেখি—


মুমূর্ষু কুক্কুটের মতো ছটফট করতে করতে
অজস্র স্বপ্নকে নিষ্প্রাণ হতে দেখেও
ম্রিয়মান চোখের একফোঁটা
নোনাজল এসে
জানান নি সমবেদনা—
চোখের জলটুকুও শুষ্ক পুষ্করিণীর মতো শুকিয়ে গেছে।


আজকাল চোখের সম্মুখে স্বপ্নগুলো
সহস্রবার খুন হতে দেখেও আর
কষ্ট হয় না,
রাতের ঘুম নষ্ট হয় না।


অতঃপর খুব গোপনে শতবর্ষী রক্তকরবীর নীচে
দাফন করে আসি খুন হওয়া স্বপ্নের শেষ-স্মৃতিচিহ্ন


তারপর। তারপর—
পুনরায় ঊর্ণনাভ জালের মতো হরেকরকম স্বপ্ন বুনি,
বলা যায় আমি স্বপ্ন বুনার গোঁয়ার-শিল্পী।
১৪.০৪.২০২২