এই আমি নির্বাসিত পৃথিবীর কূটচাল।
যেদিকে তাকাই সেদিকেই মুহুর্মুহু
পতন, ব্যর্থতা, পরাভব। ভূপৃষ্ঠে আমার  
ভূমিকম্প সংঘাতের মতো অনবরত
কম্পমান ক্ষীণ সাফল্যের নড়বড়
অবকাঠামো-সিঁড়ি-ইটপাটকেল।
এই আমি দেবতার মতো চিরায়ত একা
নিশিগন্ধা হয়ে ছড়িয়ে দিয়েছি অন্তহীন
নৈসর্গিক সুভাস, সৌন্দর্য।
ডালপালা থেকে আতরের মতো
দিয়ে গেছি পুষ্পল ঘ্রাণ—
পরাগের সুপুষ্ট নবকোষ,
অজস্র পাপড়ি দিয়ে করেছি
তোমাদের অকণ্টক পথ।


তোমাদের কণ্টকাকীর্ণ ঊষর পৃথিবী
শব্দসম্ভারের মতো করেছি সমৃদ্ধ—
তোমাদের মৃত নদীর চোখে
মারিয়ানা ট্রেঞ্চের মতো বসিয়ে দিয়েছি
আরও ত্রিকোটি অতলান্তিক ট্রেঞ্চ।


এই আমি ইউটোপিয়ান-ভুবনের কবি।
এই অলৌকিক দীপ্তনহর আমার কবিতা
এই লাবণ্য নীলিমা আমার ফিলোসোফি
এই নীল সমুদ্রের উতরোল ঢেউ আমার
মালঞ্চ। শিল্পশৈলী। কাব্যালংকার।


এই আমি কবিতার মতো নৈসর্গিক
এই আমি দেবতার মতো চিরায়ত একা।