.
             ফেব্রুয়ারি আটাশ, বসে বিমানবন্দরে;
                          যাবো সৈয়দপুরে।
               লাউঞ্জে এক রমণীর আগমন ঘটে;
              দেখে বিদ্যুৎ খেলে গেল মানুষ পটে।
                      দেহখানার বিশাল গড়ন;
                       আড়ষ্ঠ তার দু'টি চরণ।
                  ওজন তার কমপক্ষে তিন মণ;
                 এসির বাতাসেও ঘামছে ভীষণ।
                      বয়স তার ষাটের ওপর;
              পা দু'টি চাচ্ছে না, বইতে দেহের ভর।
                 কমপক্ষে ষাট ইঞ্চি পেটের বের;
                 পঞ্চাশের কম নয় নিতম্বের ঘের।
                     মনে নেই তার কোন ফুর্তি;
             দেখে মনে হল প্রকান্ড এক গরিলা মূর্তি।


                মুখ পানে চেয়ে চেনা চেনা লাগে;
            মনে হলো কোথা যেন দেখেছি আগে।
                   খুঁজে মরি স্মৃতির অলিগলি;
              সরে গেল মনের মাঝে জমানো পলি।
                ফিরে গেলাম পঞ্চাশ বছর আগে;
            ভার্সিটির প্রথম দিনের স্মৃতি হৃদয় জাগে।
                 অনিন্দ্য সুন্দরী এক অষ্টাদশী;
             যেন মহাশূন্য থেকে নেমে এলো শশী।
               পাঁচ ফুট ছয় ইঞ্চি দীঘল দেহখানা;
                       চোখ দুটি টানা টানা।
                    গোলাপি ঠোঁটে মিষ্টি হাসি;
                   ঝরে পড়ছে মুক্তা রাশি রাশি।
                     গায়ের বরণ দুধে আলতা;
                 দীঘল হাত দু'টি মনে হয় স্বর্ণলতা।
                     কালো চুল নিতম্ব ছুঁয়ে যায়;
               উন্নত বক্ষ মাঝ থেকে চোখ ফেরা দায়।
                 উন্নত নাসিকা, সুঢৌল নিতম্ব দেশ;
                 গোলাপি শাড়িতে মানিয়েছিল বেশ।


          রূপে অনন্যা, সুন্দরী শ্রেষ্ঠার মুখে সদা হাসি;
              দেখলে মনে হয় তারে ভালবাসি।
          ভার্সিটির সহস্র ছেলে পিছনে ঘুরে তার;
            কেহই মনের ঠিকানা পায় না আর।
               শেষে বিয়ে করে এক আমলা;
           এখানেই শেষ হয় ঘোরা ঘুরির মামলা।
             তারপর পঞ্চাশটি বছর হয়েছে পার;
            বিমানবন্দর লাউঞ্জে দেখা হল এবার।
               সুন্দরী শ্রেষ্ঠার একি হয়েছে হাল?
               তার রূপে ফেলেছে ছাপ, মহাকাল।
              যৌবনের উর্বশী বার্ধক্য হয়েছে বাসি;
           জীবন ভার বইতে না'রি, ফুরিয়েছে হাসি।
                   তারিখ: ০১-০৩-২০২৩ ইং;