বর্তমান সামাজিক কাঠামো বড়ই জঠিল;
নড়াচড়া করলেই পিঠে পড়বে কিল।
পা ভেঙ্গে ধরিয়ে দিবে হাতে;
সবাই পালাবে থাকবে না কেউ সাথে।
চোখে তখন দেখবে সরিষার ফুল;
মনে হবে দুনিয়ায় জন্মানোটাই মস্ত ভুল।
দুনিয়াতে সুখে আছে শিশু আর পাগল;
দোষ নেই যতই করুক গণ্ডগোল।
খায় দায় ঘুমায় করে চিৎকার;
মানে না কাউকে নিজেই নিজের সরকার।
বন্দীশালায় কাটাচ্ছে দিন বাকি সবাই;
মুখে কুলুপ বন্ধ দরজা বসে আছে ঠাঁই।
শাস্ত্রে নাকি আছে লেখা বোবার শত্রু নাই;
ভয়ে ভরা হৃদয় এ কথা মানে সবাই।
চুপ ভালো তো বেকুব ভালো নয়;
উচ্চকণ্ঠে বল সবাই ক্ষমতাসীনদের জয়।
তাদের বিরোধিতা যারা করে;
বেকুব তারা শান্তির ঘুম হারাম তাদের ঘরে।
তারিখ: ৩০-০৬-২০২৫ ইং;