দিনান্তে কর্মব্যস্ততা আর কোলাহল শেষে;
যখন ফিরি ঘরে ক্লান্ত বেশে।
মন চায় প্রিয় হাতের নিবিড় ছোঁয়া।
এক কাপ কফি উড়ছে ধোঁয়া।  
হাসি হাসি মুখখানা আদোর মাখা;
মনে থাকবে শুধু আমারই ছবি আঁকা।


একটু খুনসুটি কিছুটা মান অভিমান;
আদর সোহাগে ভরে দেবে প্রাণ।
কণ্ঠে ধ্বনিত হবে মিষ্টি প্রেমের গান;
মোর ছোট্ট ঘরে উঠবে মধুর কলতান।
প্রিয় সান্নিধ্য তরে থাকবে সে অস্থির;
চঞ্চল দু'টি নয়ন সদা থাকবে অধীর।


হাজার বছর আমি অপেক্ষা করতে পারি;
যদি খোঁজ দিতে পার তাহারি।
পঙ্খিরাজের নৌকা দিব ভাসিয়ে;
আনবো তারে সাত সমুদ্র পাড়ি দিয়ে।  
শুধু থাকবে একটু প্রেমের ছোঁয়া;
এটুকুই জীবনের কাছে নিবিড় চাওয়া।
তারিখ: ২৩-১০-২০২৩ ইং;