স্বার্থপরতায় বিসর্জিত মানবীয় গুণ;
বিবেকের হয়েছে নির্মম খুন।
আত্মপরিচয় মানুষ গিয়েছে ভুলে;
অন্যায় অনিয়ম বুকে নিয়েছে  তুলে।  
অন্যের ক্ষতিতে কাঁপেনা মন;
নির্দ্বিধায়ক কেঁড়ে নেয় অন্যের ধন।
মানবীয় গুণ বিনে হয় কী মানুষ;
জানিনা কবে ফিরবে আমাদের হুশ?


ঘুষ দুর্নীতিতে ভেসে গেছে দেশটা;
জানিনা কোথায় এর শেষটা।
পয়সার কাছে বিক্রি মানব আত্মা;
আদর্শের নেই কোন পাত্তা।
পয়সা এখন জিন্দাবাদ;
না থাকলে পয়সা জীবন বরবাদ।
গুণীজনের নেই কদর;
ধনাঢ্য ব্যক্তিরই এখন ক্ষমতাধর।


আত্মীয়তার বন্ধন দেয়না দোলা মনে,
সমতা না যদি থাকে ধনে।
মূল্যহীন এ যুগে প্রেম ভালোবাসা,
চাই অভিজাত এলাকায় বাসা।  
খোদাভক্তি ধর্ম-কর্ম মূর্খতার নামান্তর,
অহংবোধে পরিপূর্ণ অন্তর।
মানবতা আজ ঘোর বিপদে;
বিসর্জিত হয়েছে বিবেক ঐশ্বর্য পদে।  
তারিখ: ১৬-১২-২০২৩ ইং;