.     বাইরে সশস্ত্র দারোয়ান দরজায় তালা;
          তবু মন মাঝে থেকে যায় জ্বালা।
          খোলা নয়তো আলমারির তালা?
       আলমারির গুপ্ত কোটরে আছে তো বালা?
              মানুষের মন এমনি উতলা;
          অনিশ্চয়তা মন মাঝে দেয় দোলা।
          গুপ্ত কোটরে প্রবেশ নিষেধ সবার;
        এ তালা খোলার নেই কারো অধিকার।


             আপনার চেয়ে আপন যে জন;
      তারও হৃদয় কোটরে আছে কিছু গোপন।
           এটা নিয়ে থাক না সে বিভোর;
          খুলতে যেও না এ গোপন কোটর।
      খুলতে গেলে ফিনকী দিয়ে বেরোবে রক্ত;
           পাবে না কিছুই হবে শুধু বিভক্ত।
          গিরিখাদের চেয়েও দুর্গম মানব মন;
        সেখানে প্রবেশ করতে পারেনা অন্যজন।


       ভালোবাসা পেতে দিতে হবে পর্যাপ্ত স্পেস;
            নইলে সবকিছু হয়ে যাবে শেষ।
           প্রতিটা মানুষ একজন স্বতন্ত্র ব্যক্তি;
          মন মাঝে বহন করে ভিন্ন অভিব্যক্তি।
             ভালোবেসে সবটা করো না দাবি;
          খুলতে যেওনা গোপন কোটরের চাবি।
            দেখা দিবে বিশ্বাস-আস্থার সংকট;
        ভেঙ্গে যাবে তবুও খুলবেনা মনের এ জট।
              তারিখ: ২৬-০৯-২০২৩ ইং;