বড়ই জটিল জীবনের হিসেব নিকেশ;
সারা জনম করেও হয়না শেষ।
হাজার চেষ্টায়ও মিলেনা অংকের ফল।
দুঃখ ব্যথায় চোখ করে টলমল।
চাওয়া পাওয়া মাঝে বিস্তর ব্যবধান হায়;
উদয়-অস্ত খেঁটেও হিসেব মিলানো দায়।


একজন দুধ বেচে খুশি মনে খায় মদ;
আমন্ত্রণ জানায় নিজের বিপদ।
সুন্দরী স্ত্রীকে অবজ্ঞা করে;
খুশি মনে রাত কাটায় বাইজি ঘরে।
সুখের লাগিয়া অসুখ কিনে হায়;
সত্যিই জীবনের হিসেব মিলানো দায়।  
  
খোদা প্রেমে দিওয়ানা ত্যাজিল ঘর;
আপন করে নিল বিশ্ব চরাচর।
রাজভোগ ছেড়ে শুকনো রুটি খায়;
রাজ পালঙ্ককে জানায় বিদায়;
পাথরে মাথা দিয়ে সুখ নিদ্রা যায়;
এ জগতে জীবনের হিসেব মিলান দায়।
তারিখ: ১১-০১-২০২৪ ইং;


অভিযাত্রিক-২০২৪