আমি অভিনেতা নই, নাট্যমঞ্চে কভু উঠা হয় নাই;
     নাট্যজগতে পাবেনা, মোর পদধ্বনি তাই।
  তবুও নাটকের সংলাপ, নিয়মিতই আওরে চলি;
              নাটকের মতই কথা বলি।
      যখনই কেহ জানতে চায়, কেমন আছি?
  হাজার ব্যথা লুকিয়ে বুকের মাঝারে, মিষ্টি হাসি।
              দ্বিধাহীন চিত্তে যাই বলে।
   ভাল আছি, সব কিছুই ভালভাবে, যাচ্ছে চলে।


একই ঘরে, এক বিছানায় ঘুমালাম পঞ্চাশ বছর;
          তবুও পেলামনা তার মনের খবর।
সবার কাছে, সুখী দম্পতির অভিনয় করে গেলাম;
     আমার অভিনয় প্রতিভাকে জানাই ছালাম।
           প্রিয় বন্ধু করল বিশ্বাসঘাতকতা;
  তার আদি অন্ত আমার জানা, তবুও বলিনা কথা।
                সাম্নে এলে জড়িয়ে ধরি;
  একসাথে দু'জনে জোকস বলি, আর গল্প করি।


এ দুনিয়ার নাট্যমঞ্চের, অভিনেতা আমরা সবাই;
     নিয়মিত নানা চরিত্রে, অভিনয় করে যাই।
কখনও হাসি, কখনও কাঁদি, কখনও ভালোবাসি;
        এ ভাবেই সবাই, জীবন সাগরে ভাসি।
          আটলান্টিকের তলা, খুঁজিলে পাবে;
পারবেনা যেতে কার মন মন্দিরে, এ নশ্বর ভবে।
   কেউ মহারাজ, কেউ প্রজা, কেউবা ভিক্ষারী;
এভাবেই করছি অভিনয়, ভেসে চলছে জীবন তরী।
              তারিখঃ ০৯-১২-২০২২ ইং;