.        হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান;
        করে না মানুষের পরিচয় দান।
            মানুষ সৃষ্টির সেরা জীব;
         কর্ম গুনেই মানুষ হয় সজীব।
         জন্মে নিজের নেই কোন হাত;
              জন্ম স্রষ্টার আশীর্বাদ।
            তোমার জন্ম ব্রাহ্মণ ঘরে;
         কর্ম ছাড়া উঠবে সবার উপরে!
            আমার জন্ম চন্ডালের ঘরে;
        তাই বলে রইব আমি নীচে পড়ে!!


        কেমনে মানি অনাকাঙ্ক্ষিত বিধান?
           আজ দরকার এর সমাধান।
         কর্মের বিচারই মানুষ হবে সেরা;
         বন্ধ হোক ধর্মের উঁচু-নিচু বেড়া।
               'বাতাসে বারুদের গন্ধ'
          মন থেকে দূর করে সকল দ্বন্দ্ব।
          লেখক চণ্ডাল মনোরঞ্জন বেপারী;
            গ্রন্থখানা সত্যিই সুন্দর ভারী।
             শত ব্রাহ্মন ভিক্ষা করে খায়;
           তাদের দেখে মাথা হেঁট লজ্জায়।
  
         কারে দেবে তুমি স্থান সবার উপরে;
         মনোরঞ্জন না যে ব্রাহ্মণ ভিক্ষা করে?
            স্রষ্টার সৃষ্টিতে নেই ভেদাভেদ;
          সবার রক্ত লাল কারো নয় শ্বেত।
              নিজ স্বার্থ হাসিলের তরে;
        সুবিধাবাদী মানুষই ভেদাভেদ গড়ে।
            একবিংশ শতাব্দী হচ্ছে পার;
           হচ্ছে না বন্ধ জাতিভেদ আচার।  
           এবার এসেছে ঘোষণার সময়;
      জাত নয় কর্মই হোক মানুষের পরিচয়।
           তারিখ: ১৯-০৯-২০২৩ ইং;