.          স্বর্গ মর্ত্য পাতাল খোঁজে একাকার;
             পেলাম না খুঁজে সুখের আধার।
           কোথা গেলে পাবো সুখের ঠিকানা?
                   নেই আমার তা জানা।
            জানতে চাইলাম পন্ডিতের কাছে;
                পন্ডিত আঁখি জলে ভাসে।


        গেলাম সংসার ত্যাগী সাধু দরবেশ তরে;
              শুধাইল আজও হৃদয় নাহি ভরে।
           ভাবলাম শান্তি দিতে পারে বুঝি টাকা;
         অস্থির মন আরো চায় কালো মেঘে ঢাকা।
                     নিলাম ঠাঁই রাজ চরণে;
           দেখলাম দুদন্ড শান্তি নেই তার মনে।


              অস্থির মন ঘুরে ফেরে চারিধার;
               কোথাও মেলে না শান্তি তার।
                 গৃহী নহে সুখী গৃহকোণে;
             বৈরাগী নহে সুখী বৈরাগ্য সাধনে।
                    নর নহে সুখী একা;
               নারী খোঁজে তার প্রিয় সখা।


            তবে এ দুনিয়ায় সুখী কারে বলি!
          মেলে না সুখ রাজপথ থেকে অন্ধগলি।  
           ঘুরতে ঘুরতে অবশেষে গেলাম বনে।
             কাঁটাবো জীবন পশুপাখি সনে।  
          দেখি ঘুমাচ্ছে অঘোরে এক কাঠুরিয়া;
           শুধাইলাম বনে আছ কী ব্যথা নিয়া।


         মন তার সুখের আধার ব্যথা কোথা পায়;
            কারো কাছে কোন কিছু নাহি চায়।
            অতৃপ্ত আকাঙ্ক্ষা বাড়ায় মনঃপীড়া;
           হৃদয়টা কুরে কুরে খায় মনো কীড়া।
               নিজ অবস্থানে তৃপ্ত যেই জন;
          সেই তো সুখি এ জগতে সেই মহাজন।
                তারিখ: ২৮-০৭-২০২৩ ইং;