নানা মুনির নানা মত;
           মতের নেই শেষ।
চলার আছে বহু পথ;
        পথেরও নেই শেষ।

সব মতে পাবেনা মিল,
     মতে মতে আছে দ্বন্দ্ব;
চলার পথ সেও ভিন্ন,
সব পথে নেই সমান ছন্দ।


নিজ পরিবার খোঁজ
          সেখানেও ভিন্নমত;
তারাও দেখাবে তোমায়,
       চলার ভিন্ন ভিন্ন পথ।  


অফিসের বস বা বন্ধু,
       সর্বত্রই মতের ভিন্নতা;
তবুও চলতে হয় পথ,
           এটাই মোর্দা কথা।    


অনেক কঠিন হিসাব,  
         রাজনীতির মতামত;
এগিয়ে নিতে হবে দেশ,
       নিতে হবে সঠিক পথ।


জীবনটা বড়ই কঠিন,
         ভিন্ন প্রত্যেকের ভুবন;
দ্বন্দ্ব নষ্ট করে ছন্দ,
        মানিয়ে চলাই জীবন।  
তারিখ: ২৯-০১-২০২৪ ইং;