প্রতিটা দুর্যোগ মানুষের জন্য হাহাকার;
অনেক ক্ষেত্রে থাকেনা আশা বাঁচিবার।
অলৌকিক ভাবে বেঁচে যায় কিছু মানুষ;
তবুও মানুষের এখনো ফিরছে না হুশ।


পাকিস্তানে নাকশা বিবি ছিলেন আটকা;
ভূমিকম্পের ধ্বংসস্তুপের নিচে একা।
বেঁচে ছিলেন পচা খাবার খেয়ে ৬৩ দিন;
আল্লাহ ছাড়া কার কাছে রইবে এ ঋণ।


হাইতির ইভানস ২৭ দিন ছিলেন আটকা;
বাঁচবে কিনা এই নিয়ে মনে ছিল খটকা।
মলমত্র মিশ্রিত পানিই ছিল তার খানা;
মহান আল্লাহ তা'আলা দিয়েছিল পানা।


ষোল দিন দক্ষিণ কোরিয়ার পার্ক হিউন;
পানি খেয়ে বাঁচিয়ে রেখেছিলেন জীবন।
ফিলিপিনের পেড্রিটো ১৪ দিন কাটান;
নিজ পেশাব আর পানি করেছিলেন পান।


ইরানের শাহার বানুর নয় দিনে ঘটে মুক্তি;
খোদার কুদরত ছাড়া আছে কি অন্য যুক্তি।
সার্বিয়ার ভেসনা বিমান দুর্ঘটনার শিকার;
বেঁচে যান তিনি, যদিও ভেঙ্গেছিল হাড়।


ইয়ামেনের বিমান দুর্ঘটনার শিকার বাহিয়া;
সবাই সাগরে গেল মারা, সেই যায় বাঁচিয়া।
অলৌকিক ঘটনাগুলোর নেই কোন ব্যাখ্যা;
একটাই কথা, মহান আল্লাহ করেছেন রক্ষা।
          তারিখ: ১২-২-২০২৩ ইং;


(তথ্যসূত্র: ১২-২-২০২৩ তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকা)