আছে যার মানবীয় গুণ, সেই তো মানুষ;
মানবীয় গুণের অধিকারী মারে না ঢুস।
করেনা অন্যায় অবিচার;
দেয় না দুঃখ, অত্যাচারের ধারে না ধার।
বিপদে-আপদে দাঁড়ায় পাশে;
অপরের দুঃখে নয়ন জলে ভাসে।
অন্যের সুখে প্রাণ ভরে হাসে;
পরকে করে নেয় আপন গভীর ভালোবেসে।
পরধনে নেই কোন লোভ;
অকারণে দেখায় না কোন হিংসা ক্ষোভ।


মানুষ যদি সত্যিকারের মানুষ হয় এ ধরায়;
তবে পুলিশি পাহারার দরকার কোথায়?
এত এত পুলিশ, এত পাহারা;
একদিন পুলিশ না থাকলে বিশ্ব হবে ছন্নছাড়া।
পাহারায় ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হয়;
এর পুরোটাই অপচয়।
মানুষ যদি সত্যিকারের মানুষ, এ দুনিয়ায়;
এ অপচয়ের প্রয়োজন কোথায়?
তবে কি মানুষের মত যাদের দেখতে পাই;
তাদের মধ্যে মানবীয় গুণাবলীর কিছুই নাই?


দেশে দেশে সেনাবাহিনীর বিশাল আকার;
তাদের ওপর দেশ রক্ষার ভার।
বন্যপ্রাণী আক্রমণ প্রতিরোধ উদ্দেশ্য নয়;
সদা বিরাজমান ভিনদেশের মানুষের ভয়।
সেনা আর মারোনাস্ত্রের খরচ ট্রিলিয়ন ডলার;
জনগণকে বইতে হয় এ অপচয়ের ভার।
মানুষকে হত্যার এ আয়োজন;
দুঃখে ভারাক্রান্ত হয়ে যায় মন।
মানুষ কি তবে সত্যিকারের মানুষ নয়?
প্রশ্ন জাগে, মানবতার হয়ে গেছে কি পারাজয়?
তারিখ: ০৫-০৫-২০২৩ ইং;