স্বর্গের দেবীর মর্ত্যে হয়েছে আগমন;
স্বামী গৃহ থেকে  পিত্রালয়ে পদার্পণ।
আনন্দে উদ্বেলিত মর্ত্য লোকের মন;
মহা আয়োজনে চলছে দেবী বরণ।


পদতলে অর্ঘ্য সাজানো থরে থরে;
অলংকার দেবীর শরীরে নাহি ধরে।
শিশুটি নিবিষ্টচিত্তে দেখে দেবীবরণ;
শিশু মন খুঁজে পায় না এর কারণ।


মাটির পুতুল বরণে এত আয়োজন?
মানুষের জন্য নেই কেন নিবেদন?
পুতুলের তো খাদ্য গ্রহণে নেই শক্তি;
অভুক্ত আমি করে না তারা ভক্তি?


মাটির পুতুল কী মানুষের চেয়ে দামি?
মানুষ না হয়ে পুতুল যদি হতেম আমি।
পরতাম পোশাক-আশাক অলংকার;
পেট ভরে খেতাম সুস্বাদু সব খাবার।
      তারিখ:২১-১০-২০২৩ ইং;