.         কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমাগত অগ্রগতি;
            বৃদ্ধি করবে কী মানুষের দুর্গতি?
                  মনে জাগে ভীষণ ভয়;
        মানব জাতির কী তাদের হাতে হবে ক্ষয়?
                  এই সমাজ এই সভ্যতা;
                   ভরে দেবে বুঝি ব্যর্থতা।
           মানুষ কি হবে প্রযুক্তির হাতে বন্দি?
          নিজের সৃষ্টিই কী হবে তাদের প্রতিদ্বন্দ্বী!


             মানুষের নিজহস্তে বানানো পুতুল;
       জ্ঞান বিজ্ঞান বুদ্ধিতে হবে মানুষের সমতুল।
               মানুষের মতোই নিবে সিদ্ধান্ত;
          ন্যানো সেকেন্ডে ভেবে নেবে সব বৃত্তান্ত।
               মানুষের মতোই করবে গবেষণা;
       নিভৃতে করবে কাজ লাগবে না কোন প্রেষণা।
              মানুষের মতোই করবে আবিষ্কার;
         পাওয়ার বিনা খাদ্য কিছুই লাগবে না তার।


           এটা যদি হয় তবে নিশ্চয়ই রয়েছে ভয়;
                মানুষকে করতে পারে পরাজয়।
               এমন মারণাস্ত্র করলো আবিষ্কার;
          ধ্বংস করতে পারে পুরো মানব সভ্যতার।
               মানুষের সৃষ্টি মানুষেরই প্রতিপক্ষ;
            লাগতে পারে পুতুলের সাথে দক্ষযজ্ঞ।
              মানুষের চেয়ে পুতুলের গতি দ্রুত;
         এই গতির কাছে মানুষ হতে পারে পরাভূত।


        পৃথিবী নামক গ্রহ থেকে মানুষের চির বিদায়;
           আমরা কি প্রহর গুনবো তার অপেক্ষায়?
              নিজের সৃষ্টির কাছে নিজের পরাজয়;
                শুধু মানুষ নয় মানবতার অবক্ষয়।
                বিজ্ঞান মানুষকে দিয়ে জ্ঞান ভাণ্ডার;
           মানুষের উন্নয়নের তরে নহে ধ্বংস করিবার।
              সময় এসেছে এবার বিষয়গুলি ভাবার;
  নইলে মানুষের ধ্বংস অনিবার্য পথ নেই পালাবার।
                        তারিখ: ০৬-০৭-২০২৩ ইং;