পিতা মাতার জুলুম-চলবে না চলবে না;
খানায় জবরদস্তি-মানবো না মানবো না।
গড়তে হবে সুস্থ শরীর সুঠাম দেহ;
বৈকালিক খেলাধুলায় দেবে না বাধা কেহ।
সারাদিন শুধু পড়া লেখা;
হয় না সুযোগ টেলিভিশন দেখা।
মুখস্ত বিদ্যা আমাদের জন্য আপদ;
আগামী জাতির জন্য আনবে ডেকে বিপদ।


মত প্রকাশের স্বাধীনতা আমার অধিকার;
বন্ধ হোক মায়ের স্বৈরাচারী কারবার।
কথায় কথায় মারামারি;
বন্ধ করতে হবে এ ধরনের বাড়াবাড়ি।
আমার চাই যৌথ পরিবার;
বড় হতে চাই আদর সোহাগ নিয়ে সবার।
আমাদের দাবি একটাই।
শিশুমনের স্বাভাবিক বিকাশের নিশ্চয়তা চাই।  
তারিখ: ১২-১১-২০২৩ ইং;