.           আমি সিগারেট, আমি মানুষকে খাই;
               মানুষই আমায় পুড়ে করে ছাই।
               মানুষ আর আমি, আমরা দু'ভাই;
          আমি খুশি মনে পুড়ে পুড়ে হয়ে যাই ছাই।
             মানুষের ফুসফুসের বারোটা বাজাই;
            দু'জনের ধ্বংসে দু'জনেই মহাসুখ পাই।


           মানব দেহে পাচার করি বিষ, নিকোটিন;
                বিষের চালান বাড়ছে প্রতিদিন।
            এ বিষ কেনে মানুষ পয়সার বিনিময়ে;
                   হাসিমুখে পান করে নির্ভয়ে।
              নিজের পয়সা না থাকলে করে ঋণ;
            এভাবেই বিষের জ্বালা বাড়ায় প্রতিদিন।


           আকন্ঠ বিষ করে পান হয়ে যায় নীলকন্ঠ;
            আমাকে বিনে থাকতে পারেনা দু'দণ্ড।
              গড়ে তোলে গভীর প্রেমের সম্পর্ক;
             দেবতা জ্ঞানে আমায় দান করে অর্ঘ্য।
                 বিনিময়ে আমি দেই উপহার;
            হৃদরোগ, এজমা, আলসার, ক্যান্সার।


            আমার কাছে মানুষের জমা বহু ঋণ।
               ক্রমে ক্রমে বাড়ছে তা প্রতিদিন।
                সোধিতে হবে ঋণ সুদে মূলে;
         তাই জীবনটাই দিচ্ছে আমার হাতে তুলে।
               ধন্য আমি, সবাই করে সম্মান;
          আমি মহান, সবাই করে আমার জয়গান।
                 তারিখ: ২৩-০৫-২০২৩ ইং;