সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে চার পর্বের এই কবিতা। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আজ প্রথম পর্ব উপস্থাপন করা হলো। পরবর্তী পর্বগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করা হবে।


            ধরা মাঝে যতদিন বায়ু রবে প্রবাহমান;
      নিঃশ্বাসে রবে তুমি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
                তুমি বাঙালির নয়নের মনি;
       আকাশে বাতাসে শুনি, তোমারি কথার প্রতিধ্বনি;
           তুমি আছো মিশে, বাঙালি হৃদয়ের সাথে;
            তোমারি কথা ভাবি নিরবধি, দিবারাতে।
                   তোমার স্থান সবার শীর্ষে;
          তুমি মিলেমিশে একাকার, বাঙালির আদর্শে।
             ধরা মাঝে যতদিন বায়ু রবে প্রবাহমান;
      নিঃশ্বাসে রবে তুমি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


       মার্চ ১৭, ১৯২০ ধরাধামে নক্ষত্রের হয় আগমন;
            তারই উজ্জ্বলতায় আলোকিত সারা গগন।
                   গাছে গাছে ফুটেছিল ফুল;
            কৃষ্ণচূড়া, জুঁই, চামেলী, গোলাপ, বকুল।
         পাখিরা উঠেছিল গেয়ে, তার আগমন ভৈরবী;
         প্রভাত রবি এঁকেছিল, তার চাঁদ মুখের ছবি।
                ক্ষণকাল স্তমিত ছিল রবির কর;
          আলোকিত হয়েছিল লুৎফর-সাহারার ঘর।
             তিনি আর কেউ নন, বাঙালির প্রাণ;
         জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


             রক্তে ছিল তার সহজাত নেতৃত্বের গুণ;
         অবিচার দেখলে ফুঁসে উঠতো মনের আগুন।
          উনিশ বছর বয়সেই যেতে হল কারাগারে;
            সহপাঠীর বিরুদ্ধে অন্যায়ের প্রতিকারে।
            ১৯৪০-এ ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ;
             '৪৩ এ সক্রিয় রাজনীতিতে পদার্পণ।
           নির্বাচিত হন মুসলিম লীগের কাউন্সিলর;
         ভাষা আন্দোলনেও ছিলেন সর্বাধিক তৎপর।
       এভাবেই তিনি হয়ে ওঠেন বাঙালির জানের জান;
             মহান নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
                                (চলবে)