.         বাংলা আমার মাতৃভূমি জন্ম বাংলার কোলে।
             বাংলার বাতাসে নিয়েছি প্রথম নিঃশ্বাস।
                     পেয়েছি তৃষ্ণার জল।
                      গাছের সুস্বাদু ফল।
            বাংলার কাছেই পেয়েছি বাঁচার আশ্বাস।
          হেসে খেলে বড় হলাম বাংলা মায়ের আঁচলে।


           বাংলা আমার মাতৃভূমি জন্ম বাংলার কোলে।
               ক্ষুধার অন্ন যোগিয়েছ তুমি মোর মাতা।
                       বাংলা ভাষায় কথা বলি;
                       বাংলার মেঠো পথে চলি।
                 বাংলার আকাশ আমার মাথার ছাতা।
          মাগো তোমার মুখের বাণী পারিনা যেতে ভুলে।


         বাংলা আমার মাতৃভূমি জন্ম বাংলার কোলে।
               ঘুরিয়াছি আমি পৃথিবীর বহু প্রান্তরে।
                    ফেলেছি নোঙ্গর বহু বন্দরে।
                   গিয়েছি আলো ঝলমল শহরে।
             কোথাও পাইনি এতটুকু তৃপ্তি এই অন্তরে।
            মনে হয়েছে বাংলা ছাড়া জীবনটাই বিফলে।


            বাংলা আমার মাতৃভূমি জন্ম বাংলার কোলে।
             বলেছি কথা শিখেছি বহু দেশের বহু ভাষা।
                      ফুলের গন্ধে হয়েছি মাতাল।
                       তীব্র নেশায় হয়েছি বেতাল।
            কোথাও পাইনি তৃপ্তি মেটেনি মনের আশা।
           বাংলা মায়ের মত কেউ নেয়নি কোলে তুলে।


          বাংলা আমার মাতৃভূমি জন্ম বাংলার কোলে।
             বাংলার ফুল বাংলার ফল কত যে আপন;
                      বাংলার প্রকৃতি নদী জল;
                     মনের মাঝে করে কল কল।
            বাংলার প্রকৃতি না দেখলে তৃপ্ত হয় না মন।
            বাংলা আমার মাতৃভূমি জন্ম বাংলার কোলে।
                     তারিখ: ১০-০৬-২০২৩ ইং;