নির্বোধের দল, ওরে ধাড়ি খোকা;
  মহাসাগরের শ্রোত, বালির বাঁধে যায় কি রোখা?
      ভেবেছিলে তোরা, বুদ্ধিজীবী করলে হত্যা;
              মরে যাবে বাঙালির আত্মা।
         দাঁড়াতে পারবেনা জাতি, নিজ পায়ে;
      নির্জীব হয়ে দিবসে তারা, পড়িবে ঘুমায়ে।
    অকাতরে তাই করলে হত্যা, বিজয়ের পূর্বক্ষণে;
            এদেশের বুদ্ধিজীবী, গুনে গুনে।


                ওরে গোমূর্খ গর্দভ দল;
  তোদের আশায় পড়ল ছাই, চিন্তা গেল বিফল।
     প্রতিটা বাঙ্গালী, এক একটা ফিনিক্স পাখি;
           চেয়ে দেখ, খুল তোর বন্ধ আঁখি।
      শহীদ বুদ্ধিজীবীর চিতার ছাইভস্ম থেকে;
   পুনর্জন্ম নিয়েছে, লাখ বুদ্ধিজীবী, একে একে।
চিন্তা-চেতনা আর কর্মে, সবাই তারা মহা বলীয়ান;
        রাখিয়াছে তারা দেশ ও জাতির মান।


                শুধুমাত্র মুক্তিযুদ্ধে নয়;
  সব ক্ষেত্রেই বাঙালির কাছে, মেনেছিস পরাজয়।
     অর্থ-বিত্ত, জ্ঞান-বিজ্ঞান, রাজনীতি, সভ্যতা;
  সকল ক্ষেত্রেই তোদের চেয়ে, উঁচু মোদের মাথা।
             বাহাত্তরের তলা বিহীন ঝুড়ি;
    অর্থবিত্তে আজ, গিয়েছে কানায় কানায় ভরি।
  সাবাস বাংলদেশ! বিশ্বের কাছে তুমি মহা বিষ্ময়;
       এমার্জিং টাইগার তুমি, আজ বিশ্বসভায়।
              তারিখঃ ১৪-১২-২০২২ ইং;