.         বটবৃক্ষ পাখিদের সুখের আশ্রয়;
         মানুষও বিশ্রাম নেয় বটের ছাড়ায়।
            বিশাল বৃক্ষ ছায়া ঘেরা প্রান্তর;
        গ্রীষ্মে তার শীতল ছায়ায় ভরে অন্তর।
               প্রচণ্ড গরম উত্তপ্ত চারিধার
       বটের পত্রপল্লবের ছায়া সুখের আধার।
               বিশাল বৃক্ষ বিশাল তার মন;
          বঞ্চিত হয় না তার কাছে কোন জন।
            পাখিদের কলরবে মুখরিত প্রাণ;
        বটবৃক্ষে পাখিরা বাঁধে বাসা গায় গান।


     অনেক বটবৃক্ষের দেখা মেলে মানব সমাজে;
          তারা সমাজকে সাজায় নতুন সাজে।
            তারাও বহু মানুষের আশ্রয়স্থল;
      তাদের কাছে গেলে মুছে দেয় চোখের জল।
      এই বটবৃক্ষারা স্বার্থের কাছে থাকে না বন্দি;
              অন্যায়ের সাথে করেনা সন্ধি।
           নিঃস্বার্থভাবে করে যায় মানব সেবা;
            ভাবে না কেবা আপন পর কেবা!
             তাদের সঙ্গ সত্যিই উপভোগ্য;
      এদের কারণে এখনো সমাজটা বাসযোগ্য।
                তারিখ: ২৪-০৮-২০২৩ ইং;