প্রাণঘাতী যুদ্ধগুলোর অন্যতম, প্রথম বিশ্বযুদ্ধ;
সাড়ে চার বছর ব্যাপী এ যুদ্ধ, দেখে সবাই ক্ষুব্ধ।
এ যুদ্ধের বলি, সৈন্য সহ দু' কোটি দশ লাখ প্রাণ;
আহত আরোও তিন কোটি দশ লাখ মানব সন্তান।


এর প্রত্যক্ষ খরচ, ১৮৬ বিলিয়ন মার্কিন ডলার;
আরও ১৫১ বিলিয়ন পরোক্ষ ব্যয় পরে তার।
এ যুদ্ধের ফলে, ক্ষমতার পালাবদলই শুধু নয়;
ইনফ্লুয়েঞ্জায় বিশ্বে ৫ কোটি মানুষের মৃত্যু হয়।


দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সব যুদ্ধের সেরা, এ দুনিয়া পরে;  
পৃথিবীর সব পরাশক্তিই, এ রণে অংশ গ্রহণ করে।
সারা দুনিয়া ব্যাপী এ মহাযুদ্ধ, ছয় বছর ধরে চলে;
উন্নয়নের চাকা স্তব্ধ হয়ে যায়, এ মহা রণের ফলে।


সাত কোটি ত্রিশ লাখ মানুষ, সরাসরি দেয় জীবন;
যুদ্ধে আহত তার দ্বিগুন, নাকি তার বেশি অগণন।
যুদ্ধের তাত্‍ক্ষণিক খরচ ছিল এক ট্রিলিয়ন ডলার;
পুনঃনির্মাণে পাঁচ  ট্রিলিয়ন, ছিলনা কিছুই বলার।


এ যুদ্ধে জাপানে ফেলা হয়, পারমাণবিক বোমা;
ধ্বংস হয়ে যায় দু'টি সমৃদ্ধ শহর, করেনি ক্ষমা।
নিমিষেই অঙ্গার হয়, সৃষ্টির সেরা লক্ষ মানুষ;
যারা বাঁচে, তারাও পরে মরে, হয়েছে কি হুশ?


আরব ইসরায়েল যুদ্ধ, করেছে অর্ধশতকের পার;
মরছে মানুষ, নেই শান্তি, আছে শুধু  হাহাকার।
ইরান ইরাক যুদ্ধ, সাদ্দামের উত্‍খাত, বসনিয়া,
সবখানেই মরেছে মানুষ, দুঃখে ফেটেছে হিয়া।


সর্বশেষে সংযোজন হলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ;
এ যুদ্ধের প্রতিক্রিয়ায়, বিশ্ববাসী অতিশয় ক্ষুব্ধ।
ভোজ্যতেল, পেট্রোলিয়াম, গ্যাস, খাদ্যশস্য সহ;
সব দ্রব্যের বেড়েছে মূল্য, জীবন আজ দুঃসহ।