খেয়ে পরে বেঁচে থাকাই নহে মানব জীবন;
জীবন চাহে সুকর্ম সাধন।
কর্মই অন্য প্রাণীর সাথে করবে ব্যবধান।
কর্মগুণেই মানুষ লভে সম্মান।
বহু শতাব্দী পূর্বে সক্রেটিস হয়েছেন গত;
এখন মানুষ শ্রদ্ধায় মাথা করে নত।
ধর্ম সাধক আর বিজ্ঞানী সদা স্মরণীয়;
নিজ নিজ কর্ম গুণেই তারা সর্বদা বরণীয়।

রাজা বাদশার নাম পাবে ইতিহাসের পাতায়;
কর্মগুণেই তাদের কুখ্যাতি সুখ্যাতি ছড়ায়।
ওমরের মত পাবে ন্যায়বান;
আপন পুত্রকে দিয়েছেন মৃত্যুদণ্ড  দান।
চেঙ্গিস হালাকুর মত পাবে নৃশংস শয়তান;
যাদের কাছে মানবতার হয়েছে অপমান।
সেক্সপিয়ার রবীন্দ্রনাথ নজরুল;
লক্ষ বছর পরেও চিনতে হবে না ভুল।


পাশের বাড়ির জয়নাল গত বিশ বছর আগে;
এখনই তার স্মৃতি কার মনে নাহি জাগে।
তোমার মৃত্যুতে কাঁদবে সন্তান পরিজন;
দু'দিন পরই মন থেকে দিবে বিসর্জন।
হারিয়ে যাবে দুনিয়া থেকে তোমার স্মৃতি;
চিনবেনা কেউ আর এটাই দুনিয়ার রীতি।
কর্মেই তোমাকে দিবে যথাযথ সম্মান;  
কর্মেই শুধু পারে তোমাকে করতে মহান।


ভব সংসারে হতে যদি চাও প্রাতঃস্মরণীয়;
চিরস্থায়ী কর্ম সাধন কর তবেই হবে বরণীয়।
তারিখ: ০১-১১-২০২৩ ইং;