আকাশ বাতাস মুখরিত পাখির কলতান;
ফুলে ফুলে ভরে গেছে পুষ্প বাগান;
সবার মুখে আনন্দের জয়গান;
ধরা মাঝে বহিয়া যাচ্ছে খুশির বান।  
এমনি সময়ে শোনা গেল কান্না;
গৃহস্থ্য ঘরে শুরু হল নানা পদের রান্না।
কোন সে অতিথি এলো ঘরে?
আগমনে তার আনন্দে গেল ঘর ভরে।
অতিথি কেঁদে ভাসালো বুক;
তবু আনন্দ হাসিতে উদ্বেলিত সবার মুখ।


বাঁশিতে বাজিছে সকরুণ সুরের মূর্ছনা;
গৃহ মাঝে হাজার জনের আনাগোনা।
সবার চোখে বইছে অশ্রু বন্যা;
কাঁদছে পড়শি আত্মীয়-স্বজন স্ত্রী পুত্র কন্যা।
নিরুত্তাপে নিরবে ঘুমিয়ে আছে একজন;
সুখ দুঃখ বেদনার ঊর্ধ্বে সেজন।  
চিন্তার লেশমাত্র খুঁজে পাবে না চোখে মুখে;
মুখে হাসি ঘুমিয়ে আছে গভীর সুখে।
নিজের কান্না দিয়ে শুরু যে জীবন;
সবার কান্নার মাঝে আজ তার বিসর্জন।


এ জীবনেই তো চেয়েছিলেম বিধাতার কাছে;
আমার বিয়োগে যেন সবে নয়ন জলে ভাসে।
সবাই হেসেছিল কেঁদেছিলাম আগমন কালে;
আমার বিদায়ে বিজয় টিকা যেন পড়ে ভালে।
তারিখ: ২৬-১১-২০২৩ ইং;