সাধু সেজে থাকো তুমি দিবালোকে;
পড়শির বাড়ি যাও রোগেশোকে।
লোকের কাছে সমাজপতি;
সাধারণ বোঝেনা তোমার মতিগতি।
তুমি সমাজে বিচার কর;
অপরাধীর টুটি চেপে ধর।
মাথায় টুপি মুখে লম্বা দাড়ি;
তোমার নিবাস দেয়াল ঘেরা বাড়ি।


নিশিতে চেহারায় আসে পরিবর্তন;
তুমি হয়ে যাও ভিন্ন জন।
আসতে থাকে ড্রাগের চালান;
  চলতে থাকে মদ্যপান।
ড্রাগ পৌঁছে যায় প্রতিটা ঘরে;
  আইন শৃঙ্খলা বাহিনীর অগোচরে।
অবৈধ অস্ত্রেরও চলে কারবার;
সত্যিই তুমি বরপুত্র সৃষ্টি বিধাতার।


বাইজী সদা নাচে তোমার রঙমহলে;
নারী সঙ্গ ছাড়া রাত না চলে।
তুমি মাস্তানদের শেল্টার;
তব নেতৃত্বে চলে সব অন্যায় কারবার।
তুমি সকল অপরাধের রাজা;
সাধু সেজে জনতাকে দাও সাজা।
অত্যন্ত উর্বর তোমার মাথা;
মুখোশের আড়ালে নিষিদ্ধ জগতের বিধাতা।
তারিখ: ২১-১২-২০২৩ ইং;