বিধাতা যাদের কেড়েছেন চোখের আলো;
দুনিয়াটা তাদের কাছে নিকশ কালো।
দিবা রাত্রির নেই কোন প্রভেদ;
মনের মাঝে তাদের বিরাজ করে খেদ।
প্রকৃতির এই নয়নাভিরাম রূপ;
দৃষ্টিহীন এর কাছে শুধুই অন্ধ কূপ।


বিধাতা যাদের দিয়েছেন দৃষ্টি দান;
তারা নিঃসন্দেহে ভাগ্যবান।
দুনিয়াটা তাদের কাছে সুখের আবাস;
চোখ ভরে দেখে প্রাণ ভরে নেয় শ্বাস।
অন্যায় দেখে কেন কাঁদে না প্রাণ;
কেমনে ভুলে থাকে বিধাতার অবদান।


দুনিয়ায় এত বৈষম্য অন্যায় অবিচার;
দেখেও কেন তারা হয়না সোচ্চার।
কেন দেয় না ভেঙে পাপের হাত;
কিসের ভয়ে আপোষ করে পাপের সাথ।
নিজ দায়িত্ব যদি করি পালন;
ধূলির এ বসুন্ধরা হবে নন্দন কানন।
মনে কেন এত দ্বিধা-দ্বন্দ্ব;
তবে কী চোখ থাকতে আমরা অন্ধ?
তারিখ: ০৩-০৮-২০২৩ ইং;