.          সম্পর্ক বিনে একা যায়না থাকা দুনিয়াতে;
                মিলেমিশে থাকতে হয় একসাথে।
               দেখছ তো সৌরজগতের আত্মীয়তা;
              সবাই বাঁধা একতারে, নেই বিরুদ্ধতা।
             সূর্যকে কেন্দ্র করে গ্রহ ঘুরছে বিরামহীন।
                এক নিবিড় বন্ধনে চলছে রাত দিন।
                   উপগ্রহ ঘুরছে গ্রহের চারিধার;
                 দেখে মনে হয় যেন এক পরিবার।
                সাগর ফুঁসে ওঠে চাঁদের আকর্ষণে;
               বিশ্বব্রহ্মাণ্ড বাধা এক সুনিবিড় বন্ধনে।


              মানুষ বাঁধা সামাজিক সুনিবির বন্ধনে;
                মিলেমিশে থাকে তারা এক সনে।
                  সম্পর্কের শুরু পরিবার থেকে;
               তারপর বৃহত্তর পরিসর, একে একে।
              পরিবারে যদি থাকে সম্পর্কের অবনতি;
                 মানুষের মাঝে সৃষ্টি হয় দুর্গতি।
               স্বামী স্ত্রীর সম্পর্কে যদি ধরে ফাটল;
                জীবনে নেমে আসে মহা গন্ডগোল।
              ভাইয়ে ভাইয়ে সম্পর্ক, থাকে যদি শক্ত;
                সেই পরিবার কভূ নাহি হয় বিভক্ত।


             পাড়াপড়শি সবাই আত্মীয়, বন্ধু, ভাই;
             কারো সাথে কারো ঝগড়া বিবাদ নাই।
                এভাবেই ঘটে সম্পর্কের বিস্তৃতি;
               মানুষের সাথে গড়ে ওঠে সম্প্রীতি।
          পড়শী থেকে দেশ, দেশ থেকে বিশ্ব দরবার;
              মানুষের সাথে সম্পর্কের ঘটে বিস্তার।
             মানুষ হয়ে ওঠে মানুষের কাছে আপন;
                 নিবিড় সম্পর্ক ভরিয়ে দেয় মন।
                 এভাবে গড়ে ওঠবে বিশ্ব ভাতৃত্ব;
             নিবিড় সম্পর্কেই দূর করবে বিশ্ব কর্তৃত্ব।
                     তারিখ: ১০-০৫-২০২৩ ইং;