বাঙ্গালি সংস্কৃতির অনন্য সংযোজন;
একুশের বই মেলার মহা আয়োজন।
এটা কবি সাহিত্যিকের মিলন মেলা;
বই দেখে পাঠক কাটিয়ে দেয় বেলা।


এখানে আছে নানা বইয়ের সমাহার;
শিশুতোষ-কিশোর সাহিত্যের বাহার।
আছে কবিতা ,উপন্যাস, ছোট গল্প;
প্রবন্ধ, বিজ্ঞান, ভূতের গল্প অল্পস্বল্প।


সব ধরনের বই পাবে এখানে খুঁজে;
চলে আস সবে বইমেলায় চোখ বুজে।
বসে এখানে কবিতা আবৃত্তির আসর;
সাহিত্য আলোচনার মস্ত বড় পরিসর।


মেলার মাধ্যমে সৃষ্টি হয় নতুন পাঠক;
নানা ধরনের বই কেনাবেচা ব্যাপক।
কবি সাহিত্যিকের ঘটে নতুন পরিচয়;
পাঠকের সাথেও তাদের মিলন হয়।


প্রকাশকের হয় ব্যবসা করার সুযোগ;
নতুন লেখক পায় পাঠক মনোযোগ।
তাই মেলার পরিধি বৃদ্ধি পায় প্রতিবার;
সমৃদ্ধ হয়ে উঠছে বাংলা সাহিত্য সম্ভার।
      তারিখ: ১১-০২-২০২৩ ইং;