দুনিয়া জোড়া মানুষে মানুষে বিভেদের প্রাচীর;
         দেনে দিনে বৈষম্য হচ্ছে গভীর।
             একই স্রষ্টার সৃষ্টি মোরা;
           কেউ কালো কেউ বা গোরা।
         নারী-পুরুষ সে তো সৃষ্টিরই ধারা;
    কোন সৃষ্টিই হবে না দুনিয়ায়, দু'জন ছাড়া।
              তবু কেন এত ভেদাভেদ;
        যুগে যুগে মানুষে মানুষে চলছে বিচ্ছেদ!


            শাসক শাসিতের বিভেদ আর দ্বন্দ্ব;
      প্রাগৈতিহাসিক কাল থেকে চলছে, হয়না বন্ধ।
        ধনী দরিদ্রের মাঝে আসমান সম দেয়াল;
                     আছে চিরকাল।
           উত্তর-দক্ষিণ, প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্দ্ব;
                  হবে কি কোনদিন বন্ধ!
        শক্তিহীনদের স্থান শক্তিমানের পদতল;
      বুঝিনা এটা কি মনুষ্য সৃষ্টি, না ধর্মের কল!


     সরকারি দল, বিরোধী দল, লক্ষ্য জনকল্যাণ;
         তবে কেন তাদের দ্বন্দ্বে রাজনীতি ম্লান!
                আমলারা সরকারি কর্মচারী;
      জনগণের টাকায় বেতন নিয়ে করে বাড়াবাড়ি।
             জানিনা কবে হবে বন্ধ এ অনাচার;
         এই অচলায়তন ভাঙবে, সাধ্য আছে কার?
        খোলো আঁখি এসো এগিয়ে, হে অনাগত বীর;
        ভেঙ্গে ফেলো, দুনিয়া জোড়া বিভেদের প্রাচীর।
                   তারিখ: ২৪-০৩-২০২৩ ইং;