নাম তার আব্দুল জব্বার;
                 ডাকসাইটে অফিসার।
নামডাক খুব বেশি তার,
               হম্বিতম্বি করেন বারবার।


মেজাজ তার ভীষণ কড়া,
              সদা তিনি খান সিগারেট;
কাজের জন্য এলে কেউ,
                 চেয়ে বসেন মোটা ভেট।


চলাফেরায় ভীষণ ভাব,
                কাজের নাকি বেশ চাপ;
পিপাসা যদি পার তার,
                 কিনে খান একটা ডাব।


ঘুষ ছাড়া নড়েনা ফাইল,
              যতই করনা কেন ধরাধরি;
কাগজ লুকিয়ে দিবে ঝাড়ি,
               যদি কর বেশি বাড়াবাড়ি।


ইয়া বড় পেটখানা তার,
                  মাথা ভর্তি বিশাল টাক;
সারাদিন টিপে পেট,
           কাগজে মাঝে খোঁজে ফাঁক।


একদিন তিনি বাথরুমে,
                ভিমড়ি খেয়ে যান পড়ে;
সবাই ধরে নিয়ে যায়,
                 তারে হাসপাতাল ঘরে।


ডাক্তার দেখে বলেন;
                  হয়েছে মাইল্ড স্টোক;
সাথে সুগার, প্রেসার,
                  আরও অম্লের ঝোঁক।


হার্টের অবস্থা নয় ভাল,
              কিডনীও তার যায় যায়;
মাছ মাংস চিনি শর্করা,
                   যাবেনা খাওয়া তায়।


এক মাস ছুটি শেষে,
                 অফিসে এসে জোটে;
সবে ভাবে এবার তবে,
             ঘুষ খাবেনা আর মোটে।


কিন্তু তিনি দিলেন
                 অফিসে এক ঘোষণা;
সব খাবার তার মানা,
               ঘুষে পূর্ণ করবে রসনা।


শুনে তার এহেন কথা,
             অফিসের সব অফিসার;
চুপিচুপি বলে এবার,
                 নাম তার ঘুষ জব্বার।
       তারিখঃ ১৬-০১ ২০২৩ ইং;