উত্তল সাগর বইছে ঝড়;
আমি ভাঙ্গা নৌকার 'পর।
পারবে হতে আমার সাথী?
জ্বালাবে কি নৌকায় বাতি?
সাহস আছে ধরতে হাল?
তুলতে পারবে কি পাল?
মনে রেখো সাগর উত্তল;
নৌকাখানা করছে টলমল।
দুলছে তরী ফুলছে জল;
ডুবলে জীবনটাই বিফল।


উত্তল সাগর তুফান ভারী;
আঁধার রাতে দিব পারি।
ছোট্ট আমার নৌকাখানা;
গন্তব্য আমার নেই জানা।
বিপদে না যদি পাও ভয়;
ঝড়কে করতে চাও জয়;
চ্যালেঞ্জ নিতে আছে সাধ;
তবেই ধরবে আমার হাত।
উঠে এস ভাঙ্গা নৌকায়;
দুজন হব দুজনের সহায়।
তারিখ: ০৫-০৬-২০২৩ ইং;