আদর্শবাদ নির্বাসনে,
                  বস্তুবাদী চিন্তা প্রকট;
পয়সায় মাপা হয় সব,
                 আধুনিকতা উৎকট!!


টাকায় ঈশ্বর টাকাই ভগবান,
         জীবনটা বেচাকেনার পণ্য;  
এটাই এ যুগের চিন্তা,
           সভ্যতায় আমরা অনন্য!!


মায়ের এক বিন্দু দুধ,
              কী দিয়ে করবে শোধ?
কী দাম দেবে তার!
               আছে কী সেই বোধ!!


সেদিনের এক বিন্দু দুধ,
          তোমাকে দিয়েছে জীবন।
জীবনের কত দাম দেবে?
       করেছ হিসাব হে গুনিজন!!


পিতা-মাতার ভালোবাসা,
             কিনবে তুমি দিয়ে মূল্য!
তোমার জমানো সব টাকা
       হবে কী তোমার জীবন তুল্য!!