কিশোর প্রেম সদা উতলা মন;
খুঁজে ফিরে প্রিয় দর্শন।
চোখে চোখে কথা বিনিময়;
মন মাঝে সদা থাকে ভয়।  
হৃদয়ে হৃদয়ে প্রচণ্ড টান;
কথায় কথায় মান-অভিমান।
হাসি খুশি গান আর গান।
আদর সোহাগ অফুরান।
নেই কোন কৃত্রিমতা নেই ভান
ভালোবাসায় প্রাণে প্রচন্ড টান।


প্রাণে বয়ে চলে প্রেমের ফল্গুধারা;
দু’জনেই থাকে আত্মহারা।
চলে কথার ফুলঝারি;
মিষ্টি এ প্রেমের নেই কোন জুড়ি।
অদর্শনে মন করে আনচান;
একটু ছোঁয়া ডাকে খুশির বান।
ইচ্ছে করে হারিয়ে যেতে দু’জনে,
সাত সাগরে ধারে বিজন বনে।
সর্বক্ষণ চায় আদর সোহাগ;
এ যেন গভীর রাতের নিশির ডাক।
তারিখ: ২০-০৩-২০২৪;