.        হীরা জহরত মণ্ডিত স্বপ্নের প্রাসাদ;
            যত্ন বিনে হতে পারে বরবাদ।
           ইটের ফাঁকে জন্ম নিবে বট বৃক্ষ;
                 গৃহে আশ্রয় নেবে যক্ষ।
          বিভিন্ন ঘরে অবাধে করবে বিচরণ;
           সাপ বিচ্ছু সমাজ বিরোধী দুর্জন।
              শেওলা ঢেকে দিবে দেয়াল;
         প্ল্যাসটার খুলে প্রাসাদের হবে বেহাল।


        মাতৃ গর্ভে জন্ম নিল ছোট্ট যে শিশু;
           হতে পারে রাম মুহম্মদ যীশু;
        রবীন্দ্র আইনস্টাইন আল-বেরুনী;
   অথবা তাদের থেকে বড় কোন মহাগুনি।
        যত্নের সাথে করতে হবে লালন;
          তবেই তো সে হবে মহাজন।
        অন্যথায় সমাজবিরোধী মাস্তান;
       মুহূর্তে ছিনিয়ে নিবে মানুষের জান।  
            তারিখ:১৮-০৯-২০২৩ ইং;