.     সুন্দরী সতী-সাধ্বী স্ত্রী আছে ঘরে;
       আদর সোহাগে দিবে তারে ভরে।
            যথাযথ মূল্য যদি না দাও;
      অন্য নারীর কাছে নিজেকে বিলাও।
          তোমার ওপর হারাবে ভক্তি;
      পরকীয়ায় হতে পারে সে আসক্তি।
            ভেঙ্গে যাবে স্বপ্নের ঘর;
    সুন্দরী সতী-সাধ্বী স্ত্রী হয়ে যাবে পর।


     কণ্ঠ হার পেয়ে রমণী যতটা উৎফুল্ল;
            স্বর্ণে আছে কতটুকু মূল্য?
     স্যাকরার নিপুন হাতে যত্নে হয় গড়া;
        আনন্দটা এসে তবে দেয় ধরা।
        খনিজ হীরা পাথরের এক ধরণ;
     সঠিক কর্তনে আলোর ঘটে বিচ্ছুরণ।
        সেটাই সত্যিকারের হীরার রূপ;
   এই হীরার সাজেই রমণী হয় অপরূপ।


    সাধের গোলাপ বাগানে ফুটবেনা ফুল;
              যত্নে যদি হয় ভুল।
     আগাছায় ভরে যাবে সারাটা বাগান;
       সাপ বিচ্ছু ব্যাঙের হবে বাসস্থান।  
       ফুল নয় গাছেরও পাবেনা সন্ধান;
          সাধের বাগান হবে বিরান।  
  ধ্বংস অনিবার্য যদি হয় অবহেলা অযত্ন;
রাখতে হবে স্মরণে 'যত্ন বিনে হয় না রত্ন'।
         তারিখ: ১৮-০৯-২০২৩ ইং;