ছেলে মেয়েরা যখন ছোট,
                পিতা মাতাই তাদের পরমাত্মা;
তাদের মাঝেই থাকে বাঁধা,
             তাদের জীবন যাপনের সর্ব সত্তা।


সন্তানের আদর্শ পিতা-মাতা,
                   গুরু বাক্য সম তাদের কথা;
মনে হয় অলংঘনীয় বেদবাক্য,
              নত মস্তকে মানে সকল বারতা।


শিশু থেকে হয়ে ওঠে পরিপক্ষ,
                 বৃদ্ধি পায় বুদ্ধি আসে দক্ষতা;
বাড়তে থাকে জ্ঞানের পরিধি;
             ধীরে ধীরে আসে তাদের পূর্ণতা।


ভেতরে গড়ে ওঠে কর্তব্যবোধ;
                 সাথে বাড়তে থাকে উপার্জন,
নেতৃত্ব ও দক্ষতার ঘটে উন্নয়ন,
               হয়ে ওঠে দশ জনের একজন।


পিতা-মাতার বাড়তে থাকে বয়স,
             রোগ শোক দানা বাঁধে দেহ মনে;
কর্তৃত্ব ক্রমে হতে থাকে শিথিল,
                  পড়তে থাকে টান উপার্জনে।


এক সময় ঘুরে যায় জীবন চাকা,
             পিতা-মাতা সম হয়ে উঠে সন্তান;
অভিভাবকের মত নেয় দায়িত্বভার,
               এটাই নিয়তির অঘোম বিধান।

পিতা-মাতা কী খাবে কী পড়বে,
              সব কিছুই করে তারাই নিয়ন্ত্রণ;
কর্তৃত্বের ৩৬০ ডিগ্রী পরিবর্তন,
           এটাই সত্যিকারের সুখের জীবন।  
         তারিখ: ০৫-০৮-২০২৩ ইং;