বিবাহ একটা পবিত্র বন্ধন,
                 সকল ধর্মই করে তা স্বীকার;
বিবাহের কারণে আসে শৃঙ্খলা,
                গড়ে উঠে সমাজ ও পরিবার।


সন্তান পায় নিরাপদ আশ্রয়,
                      পিতা মাতার স্নেহাস্পর্শে;
জীবন তাদের উঠে গড়ে,
                আনন্দ উল্লাস আর আদর্শে।


শিশু মন চায়, নিরাপদ আশ্রয়,
             মাতাপিতা আর বড়দের কাছে;
চায় আদর-সোহাগ, ভালবাসা;
          এটা পেলেই তারা উল্লাসে ভাসে।
        
শিশুর চরিত্র আর মূল্যবোধ,
           পরিবারের ছায়াতলে উঠে গড়ে;
পারিবারিক দ্বন্দ্ব, ভালবাসা,
             সবই তার চরিত্রে প্রভাব পড়ে।


পিতামাতার ঝগড়া-বিবাদ, দ্বন্দ্ব,
            বাধাগ্রস্ত করে সন্তানের বিকাশ;
নিরাপত্তাহীনতায় ভোগে তারা,
    কাল মেঘ ঢেকে দেয়, মনের আকাশ।


আর যদি পিতামাতার হয় বিচ্ছেদ,
     সন্তানের মাথায় ভেঙে পরে আকাশ;
শরাহত হরিণের মত করে ছটফট,
     পিতামাতা হারিয়ে, হয়ে পরে নিরাশ।


হতাশায় হয়ে পরে হতোদ্যম,
          এড়িয়ে চলে সামাজ, লোকজন;
সংশয় আর লাজে ভরে জীবন,
                আত্মকেন্দ্রিকতায় ভরে মন।


যদি মাতাপিতা বাঁধে নতুন ঘর,
              বিমাতা/বিপিতা হয় না আপন;
প্রত্যাশা পুরণে হয় না সক্ষম,
                  হতাশায় ডোবে তাদের মন।


হতাশাগ্রস্ত সহজেই পরতে পারে,
                 সর্বগ্রাসী মরণ নেশার ফাঁদে;
অথবা, সমাজ বিরোধী মাস্তান,
                 ফেলে বই, অস্ত্র তুলে কাঁধে।


যে হতে পারত জ্ঞানী, মহামানব,
    মাষ্টার, বিজ্ঞানী, প্রকৌশলী, ডাক্তার;
হলো সে সমাজ বিরোধী অপরাধী;
              ধৈর্য্যের অভাবে পিতামাতার।


নিজ সুখ, আর জিদে দেওয়ানা,
       দিলে বলী, আত্মার আত্মীয় সন্তান?
ধিক্কার জানাই তব মাতৃত্বে, পিতৃত্বে;
              পশুর অধম, দিলে তার প্রমাণ।


পশুর ভালবাসা নিশ্চয়ই দেখেছ;
           সন্তান রক্ষায় তারা কতটা মরিয়া?
জীবন বাজি রেখে লড়তে থাকে;
           যায়না কভু, সেখান থেকে সরিয়া।


আজকের দম্পতির কাছে নিবেদন,
                     আত্ম অহংকার যাও ভুলে;
না ভেঙে গড়; সংযত হও জিদ ভুলে;
        সন্তানেরে ভালবেসে নাও বুকে তুলে।
                 তারিখঃ ২৩-০৮-২০২২ ইং