বংশ পরম্পরায় চলে আসে কিছু মূল্যবোধ;
চাইলেও করা যায় না তা রোধ।
বয়োজ্যেষ্ঠরা এ সব হৃদয়ে করে ধারণ;
ব্যত্যয় ঘটাতে জ্যেষ্ঠরা করেন বারণ।
এরই নাম বংশ পরম্পরা;
এভাবেই যুগ যুগ ধরে চলে আসছে ধরা।


আধুনিকরা বলে এসবে নেই বৈজ্ঞানিক ভিত্তি;
অত্যাধুনিক বলে দেখলে জ্বলে যায় পিত্তি;
আধুনিকতার নামে ফেলছে ছুড়ে মূল্যবোধ;  
কঠিন হয়ে উঠছে তাদের প্রতিরোধ।
তাদের লক্ষ্য এখন শুধুই টাকার থলি;
পিতৃ-পুরুষের আদর্শ এখন যাচ্ছে জলাঞ্জলি।


চলছে ঐতিহ্য আর আধুনিকতার সংঘাত;
কখনোই থামবে না এ বিবাদ।
ঐতিহ্য আদর্শ আধুনিকতা সর্বত্র আছে যুক্তি;
তাইতো এ সংঘাত থেকে নেই মুক্তি।
পরস্পরের মতের প্রতি থাকবে শ্রদ্ধাবোধ;
এটাই এখন উপায় চলমান দ্বন্দ্বের প্রতিরোধ।
তারিখ: ০৫-০২-২০২৪ ইং